রিগিং করে ভোটে জেতার হুঁশিয়ারী সাংসদের : প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের ব্লক সভাপতি

19th February 2021 9:26 am বর্ধমান
রিগিং করে ভোটে জেতার হুঁশিয়ারী সাংসদের : প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের ব্লক সভাপতি


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) : ‘আসন্ন বিধানসভা নির্বাচনে রিগিং করে  জিতবে বিজেপি ।আর সেই খেলা দেখবে তৃণমূল ।’প্রকাশ্য জনসভা থেকে এমন ঘোষনা করার জন্য বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জানালেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি  অপার্থিব ইসলাম ।তিনি ,সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন প্রশাসনিক কর্তাদের কাছে। অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছেন প্রশাসনের কর্তারা । 

তৃণমূল কংগ্রেস নেতা অপার্থিব ইসলাম লিখিত ভাবে প্রশাসনকে জানিয়েছেন ,আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ নামে একটি  কর্মসূচী শুরু করেছে। গত ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা নাগাদ সেই পরিবর্তন যাত্রার রথ ’খণ্ডঘোষের সগড়াই’ এলাকায় পৌছায় । সেখানে বিজেপি জসভায়  করে ।সেই সভায়  বক্তব্য রাখতে ওঠেন সাংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। 
প্রকাশ্য সেই জনসভার মঞ্চ থেকে দলের কর্মী ও সমর্থকদের ভোট লুটের পরামর্শ  দেন সৌমিত্র খাঁ ।একই সঙ্গে সৌমিত্র বাবু  তাঁর দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে  সভামঞ্চ থেকে বলেন , “এবারের বিধানসভা ভোটে তাঁরা খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীকে ৩০ হাজারের বেশী ভোট পেতে দেবে না ।ভোটের সময়ে বিজেপির লোকজন রিগিং করবে ,আর সেটাই তৃণমূল কংগ্রেসের লোকজনকে দাঁড়িয়ে দেখতে হবে । এই খেলাই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি খেলবে । সেটা তৃণমূল দেখবে বলে সৌমিত্র খাঁ প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেছেন।“ অপার্থিব বাবু বলেন ,শুধু এই ঘোষনা করেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ খান্ত থাকেন নি । সৌমিত্র খাঁ তাঁকে এবং খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ কে  উদ্দেশ্য করে হুমকিও দিয়েছেন বলেও  অপার্থিব ইসলাম অভিযোগে জানিয়েছে । ” এদিন অপার্থিব ইসলাম বলেন , একজন সাংসদ হয়ে সৌমিত্র খাঁ ভোট লুটের কথা প্রকাশ্য জনসভা থেকে কিভাবে বলতে পারলেই সেটাই আশ্চর্যের । এইভাবে প্রকাশ্য জনসভা থেকে রিগিং করে ভোটে জেতা কিংবা ভোট লুটের কথা ঘোষনা করা বা  উদ্বুদ্ধ করানো দু’টোই বেআইনী ।এই ঘোষনার মধ্যদিয়ে কার্যত নির্বাচনী ব্যবস্থাকে ভন্ডুল করতে চেয়ে  সংসদ স্বয়ং বেআইনি কাজটি করেছেন।অপার্থিব বাবু জানিয়েছেন ,সৌমিত্র খাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  তিনি জেলাশাসক , পুলিশ সুপার সহ খণ্ডঘোষ ব্লকের বিডিও ও থানায় এদিন লিখিত অভিযোগ জানিয়েছেন । অপার্থিব বাবু জানান ,সৌমিত্র খাঁর ঘোষনা বিষয়ে কেন্দ্রীয় কমিশনেও তিনি অভিযোগ জানাবেন । যাতে ভোটের নির্ঘন্ট ঘোষনার পর খণ্ডঘোষ বিধানসভা এলাকায় বিজেপির লোকজন সন্ত্রাস করতে না পারে  ও বুথে বুথে ভোট লুট করতে  না পারে। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন ,
 “সৌমিত্র খাঁর  ঘোষনা থেকেই পরিস্কার হয়ে গিয়েছে বিজেপি ভোট লুট করেই  ত্রিপুরা , আসাম সহ অন্য রাজ্য গুলিতে ক্ষমতা দখল করেছে । একই ভাবে ভোট লুট করেই বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে ।  নবীনচন্দ্র বাগ বলেন , সৌমিত্র খাঁ-র ঘোষনার বিষয়টি তিনি তৃণমূলের সর্ব্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। তারাও এই বিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন । “ তৃণমূলের আনা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার জন্য সৌমিত্র খাঁর  ফোনে  এদিন যোগাযোগ করা হলে অন্য এক ব্যক্তি ফোন রিসিভ করে বলেন , “সাংসদ সৌমিত্র বাবু মিটিংয়ে ব্যস্ত রয়েছেন । মিটিং শেষ না হওয়া পর্যন্ত সৌমিত্র বাবু কথা বলতে পারবেন না বলে তিনি জানিয়ে দেন । “

 





Others News

MEMARI . একবছর আগে আবেদন করেও মেলেনি জাতিগত শংসাপত্র : হন‍্যে হয়ে ঘুরছেন মা

MEMARI . একবছর আগে আবেদন করেও মেলেনি জাতিগত শংসাপত্র : হন‍্যে হয়ে ঘুরছেন মা


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) : প্রায় এক বছর আগে আবেদন করেও মেয়ের জাতিগত শংসাপত্র মেলেনি । আবেদনকারীদের জাতি শংসাপত্র দেওয়ার
ক্ষেত্রে দেরি করা যাবেনা বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটে চলেছে।প্রায় এক বছর আগে  চতুর্থ শ্রেণীতে পাঠরত মেয়ের ওবিসি শংসাপত্র পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে  আবেদন করেছিলেন মা।কিন্তু মেয়ে কে পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় এগিয়ে আসলেও জাতি  শংসাপত্র আজও না মেলায় কার্যত হতাশ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের মেমারির রাধাকান্তপুর নিবাসী ঊর্মিলা দাস।ওবিসি শংসাপত্র পাবার জন্য ঊর্মিলাদেবী বৃহস্পতি বার মেমারি ১ ব্লক বিডিও অফিসে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন। শংসাপত্র পাবার জন্য বিডিও সাহেব কি ব্যবস্থা করেন সেদিকেই এখন তাকিয়ে ঊর্মিলাদেবী। 

বিডিওকে লিখিত আবেদনে ঊর্মিলাদেবী জানিয়েছেন ,তাঁর স্বামী মানিক দাস দৃষ্টিহীন প্রতিবন্ধী ।বছর ১০ বয়সী তাঁদের একমাত্র কন্যা গ্রামের বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পাঠরত কালে তাঁর ওবিসি শংসাপত্র পাবার জন্য তিনি নির্দিষ্ট নিয়ম মেনে চলতি বছরের ২৪ জানুয়ারী আবেদন করেছিলেন।  উর্মিলাদেবী বলেন ,তার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে  গেলেও তিনি তাঁর মেয়ের ওবিসি শংসাপত্র পান না।মেয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় এগিয়ে আসায় গত অক্টোবর মাসের শেষের দিকে তিনি শংসাপত্রের বিষয়ে মেমারি ১ ব্লকের বিডিও অফিসে খোঁজ নিতে যান।জাতি শংসাপত্র বিষয়ের বায়িত্বে থাকা বিডিও অফিসের আধিকারিক তাঁকে অনলাইনে এই সংক্রান্ত একটি নথি বের করে আনতে বলেন । অনলাইনে সেই নথি বের করেনিয়ে তিনি ফের ওই আধিকারিকের কাছে যান । তা দেখার পর ওই আধিকারিক তাঁকে  ২০ দিন বাদে আসতে বলেন । ঊর্মিলাদেবী বলেন , তিনি ২৫ দিন বাদে যাবার পর ওই আধিকারিক তাঁকে গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেবার কথা বলেন । তিনি এরপর গ্রামপঞ্চায়েত অফিসে খোঁজ নিতে যান । নথি ঘেঁটে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাঁর মেয়ের নামে কোন ওবিসি শংসাপত্র পঞ্চায়েতে আসে নি।ঊর্মিলাদেবী দাবী করেন ,এই ভাবে তিনি একবার বিডিও অফিস , আবার পঞ্চায়েত অফিসে দরবার করে চলেন । কিন্তু তাতে কাজের কাজ কিছু হয় না। মেয়ের ওবিসি শংসাপত্র পাবার জন্য  গত ১৩ ডিসেম্বর ফের তিনি বিডিও অফিসে যান ।ওই দিনও বিডিও অফিসের জাতি শংসাপত্র বিষয়ক বিভাগের আধিকারিক তাঁকে একই ভাবে পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে যেতে বলে দায় সারেন। পরদিন তিনি পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে গেলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ফের জানিয়ে দেয় তাঁর মেয়ের নামে  ওবিসি শংসাপত্র পঞ্চায়েতে আসে নি । কেন মেয়ের জাতি শংসাপত্র পাচ্ছেন না সেই বিষয়ে  না পঞ্চায়েত না ব্লক প্রশাসনের কর্তৃপক্ষ কেউই তাঁকে কিছু জানাতে পারেন । ঊর্মিলাদেবী বলেন ,পঞ্চম শ্রেণিতে ভর্তির আগে তার মেয়ে যাতে ওবিসি শংসাপত্র পেয়ে যায় তার ব্যবস্থা করার জন্য এদিন তিনি বিডিওর কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন । মেমারী ১ ব্লকের বিডিও আলী মহম্মদ ওলি উল্লাহ এদিন বলেন ,“জাতি শংসাপত্র পাবার জন্য হাজার হাজার আবেদন জমা পড়ছে । তবে ঊর্মিলাদেবীর কন্যা দ্রুত যাতে বিবিসি শংসাপত্র দ্রুথ পান সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে “। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বলেন,’মেমারি  বিধানসভা এলাকার আবেদনকারীরা দ্রুত যাতে জাতি শংসাপত্র পান সেই বিষয়ে প্রশাসনকে আরও তৎপর হওয়ার কথা বলবো’।